আরো দুটি নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে
দেশে আরো দুটি নতুন বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। এর মধ্যে একটি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুরে আর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে হবিগঞ্জে।
সোমবার (২৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।


সভা শেষে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯’ এর খসড়া ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন পায়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে দুটি আইনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।
উল্লেখ্য, দেশে এখন ৪৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে।
সারাদিন/২৩ ডিসেম্বর/আরএস