কেড়ে নিয়ে নিজের আবদার পূরণ করলেন দিপিকা
শিরোনাম দেখে চমকে ওঠার মতোই ঘটনা ঘটিয়েছে ‘পদ্মাবতী’খ্যাত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তিনি সম্প্রতি এক আলোকচিত্রীর হাত থেকে তার মোবাইল কেড়ে নিয়ে নিজের আবদার পুরণ করেছেন।
জানা যায়, নতুন বছরের দ্বিতীয় শুক্রবার (১০ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে দীপিকা পাড়ুকোন অভিনীত বলিউড সিনেমা ‘ছপাক’। সিনেমাটির প্রচারণায় বেরিয়ে হুট করে এক আলোকচিত্রীর হাত থেকে তার মোবাইল কেড়ে নেন। আর তাতে উপস্থিত সবাই বেশ চমকে উঠেন। কিন্তু যখন মোবাইল কেড়ে নেওয়ার আসল কারণ তারা জানলেন, তখন সবাই হেসে ফেলেন। মূলত রাগ কিংবা ক্ষোভ থেকে এমন কাণ্ড ঘটাননি ‘পদ্মাবত’খ্যাত অভিনেত্রী। ওই আলোকচিত্রীর ফোনের ব্যাক কভার তার ভীষণ পছন্দ হয়েছে, তাই তা দেখতেই মোবাইল নিজের হাতে নিয়ে নেন তিনি।


মোবাইল হাতে নিয়ে দীপিকা আলোকচিত্রীকে অনুরোধ করে বলেন, কভারটি আমি ব্যবহার করতে চাই, এটা প্লিজ আমাকে দিয়ে দেন।
দীপিকার এমন মিষ্টি আবদার প্রত্যাখ্যান করতে পারেননি ওই আলোকচিত্রী। তিনি তার মোবাইলের কাভারটি অভিনেত্রীকে দিয়ে দেন। এটি দীপিকাকে তার জন্মদিনের অগ্রিম উপহার হিসেবে দেওয়া হলো বলেও জানান।
সারাদিন/২৩ ডিসেম্বর/আরটি