বিধবাকে ধর্ষণে অভিযুক্ত রাসেলের গ্রেফতার দাবিতে মানববন্ধন
বাগেরহাটে বিধবাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রাসেলকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার (২২ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


এ সময় বক্তারা অভিযোগ করেন, বিধবা এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে রাসেল। এতে ওই গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় মামলা করেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত রাসেল।
সারাদিন/২৩ ডিসেম্বর