আরো ১০ হাজার ডাক্তার নিয়োগ দিবে সরকার
আরো ১০ হাজার ডাক্তার নিয়োগ নিয়োগ দিবে সরকার বলে জানা গেছে। জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ। এর আগে ৩৯তম বিসিএস এর মাধ্যমে ৪ হাজার ৬০৭ জন নতুন ডাক্তার পদায়ন করা হয়েছে। নতুন ডাক্তার নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।
রোববার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গৃহীত ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।


বৈঠকে জানানো হয়, ডাক্তারদের পাশাপাশি সেবা বৃদ্ধির জন্য ১০ হাজার নার্স নিয়োগ সম্পন্ন হয়েছে। অন্যান্য জনবলের নিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে। ঔষধসহ অন্যান্য আনুষঙ্গিক সংকট উত্তরণের জন্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরাধীন সিবিএইচসি অপারেশনাল প্লানের আওতায় কাজ চলছে।
সারাদিন/২৩ ডিসেম্বর/আরটি