অন্যায়ভাবে জরিমানা করা হলে আমরা পাশে আছি: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন কুমার মজুমদার বলেন, কেউ মানসম্পন্ন ভাবে পণ্য বানাচ্ছেন এবং ভালোভাবে চালাচ্ছেন। এ অবস্থায় যদি আপনাকে অন্যায়ভাবে জরিমানা করা হয়, তবে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের সঙ্গে থাকবো।
রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর হোটেল ৭১-এ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে হোটেল-রেস্তোরাঁ-বেকারি-মিষ্টির কারখানার গ্রেড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


খাদ্যমন্ত্রী বলেন, খাবার সম্পর্কে আমাকেও আপনাদের কথা দিতে হবে। আপনারা নিজের সাধ্য মতো চেষ্টা করে ভালো কিছু উপহার দিবেন। যদি আপনার নিজের মন ও বিবেক আপনাকে পাহাড়া দেয়, তবে খাদ্যে ভেজাল প্রতিরোধ সম্ভব।
এসময় খাদ্য সচিব নাজমুনারা খানুম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দা সারোয়ার জাহানসহ অন্যরা উপস্থিত রয়েছেন।
সারাদিন/২২ডিসেম্বর/টিআর