আওয়ামী লীগের নতুন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া
আওয়ামী লীগের নতুন দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি এর আগে দলের উপ-দপ্তর সম্পাদক পদে ছিলেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবেও রয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের এই পদে তাঁকে নির্বাচিত করা হয়।


এর আগে চলতি বছরের ৪ মার্চ ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ( রাজনৈতিক) হিসেবে নিয়োগ দেয়া হয়।
এদিকে চট্টগ্রামের লোহাগাড়ার বড় হাতিয়া গ্রামে তাঁর জন্ম।
সারাদিন/২১ডিসেম্টিবর/আর