আওয়ামীলীগের সম্মেলনে কাউন্সিলর ও ডেলিগেটদের জন্য যত উপহার
দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে হাজার হাজার দলীয় নেতা-কর্মীরা এসেছে। সম্মেলনে যোগও দিয়েছেন সারাদেশ থেকে আসা প্রায় ১৫ হাজারের মতো কাউন্সিলর ও ডেলিগেট।
এছাড়া বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, চিকিৎসক, আইনজীবীসহ দলটির নেতাকর্মীরা সেখানে রয়েছেন। সব মিলিয়ে এই সংখ্যা প্রায় ৫০ হাজারের মতো।


বরাবরের মতো এবারও সম্মেলনে আসা ডেলিগেট ও কাউন্সিলরদের জন্য কিছু উপহার বরাদ্দ রেখেছে আওয়ামী লীগ। তাদের জন্য পাটের ব্যাগ উপহার দেবে দলটি।
জানা গেছে, পাটের ব্যাগে থাকছে আওয়ামী লীগের ইতিহাসসম্বলিত একটি স্মারক ও শোক প্রস্তাব। এছাড়াও থাকছে দলীয়প্রধান শেখ হাসিনার ভাষণ ও সাধারণ সম্পাদকের ভাষণ ও সাংগঠনিক রিপোর্ট।
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অর্জন এবং বিএনপির ‘সন্ত্রাস জ্বালাও-পোড়াও’ সম্বলিত ডিভিডিও থাকছে পাটের ব্যাগে।
জানা গেছে, এবারই প্রথম ছবির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতিহাস জানার জন্য ফটো অ্যালবাম তৈরি করা হয়েছে। হাজার হাজার ছবির মধ্য থেকে বাছাই করে দেড়শ ছবির এক-একটা অ্যালবাম করা হয়েছে। এটা বই আকারে থাকবে না, প্রত্যেকটি পাতা আলাদা আলাদা বক্সে থাকবে।
শুক্রবার এবং শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন।
সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে অনেকে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকেছেন। বাকিরা সারিবদ্ধ হয়ে সম্মেলনস্থলে ঢুকছেন।
সারাদিন/১৯ডিসেম্বর/টিআর