বাংলাদেশের বাজারে নতুন দুটি বাইক এনেছে সুজুকি
বাংলাদেশের বাজারে নতুন দুটি বাইক লঞ্চ করেছে সুজুকি। এটির মডেল সুজুকি জিক্সার এসএফ এফআই এবং ইনট্রুডার এবিএস এফআই।
সুজুকি জিক্সার এসএফ সেগমেন্টে বর্তমানে দুটি এয়ারকুল্ড বাইক রয়েছে । এই বাইকটির ইঞ্জিন ১৪.৬ বিএইচপি এবং ১৪ এনএম টর্ক পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে, সেই সাথে এই ইঞ্জিন হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার, ২- দুটি ভাল্ব যুক্ত । বাইকটি ওজনে ১৪০ কেজি এবং প্রায় ১২ লিটার ফুয়েল নেয়া যায় ।



সুজুকি জিক্সার এসএফ এফআই বাইকটিতে আরও দেয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, সিঙ্গেল সুইং আর্ম, রেয়ার মনোশক সাসপেনশন যাতে ৭- স্টেপ এডজাস্টেবল সেটিং, ১৪০ সেকশন রেয়ার টায়ার, এবং রেয়ার ডিস্ক ব্রেক । বর্তমানে এই বাইকটির মুল্য ধরা হয়েছে ২ লাখ ৭৯ হাজার ৯৫০/- টাকা ।
অপরদিকে সুজুকি ইনট্রুডার এফআই হচ্ছে ক্রজার বাইক। বাংলাদেশে বাইকটি লঞ্চ করা এবিএস সহ । বর্তমানে ভার্সনের সাথে ফুয়েল ইঞ্জেকশন (এফআই) যুক্ত করে নতুন ভাবে বাইকটি লঞ্চ করা হয়েছে । এফআই এর কারণে বাইকটির ইঞ্জিন আরও স্মুথ ও এক্সেলারেশন ভাল হবে । নতুন সুজুকি ইন্ট্রুডার এবিএস এফআই বাইকটির মুল্য ধরা হয়েছে ২ লাখ ৯৯ হাজার টাকা ।
দেশের বাজারে র্যানকন মটরবাইক লিমিটেড হচ্ছে বাংলাদেশে সুজুকি মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর । সম্প্রতি এই দুটি বাইক বাংলাদেশে লঞ্চ করেছে । উভয় বাইক ই বাংলাদেশে সুজুকির সকল অথোরাইজড ডিলার শপ পাওয়া যাবে।
সারাদিন/১৫ ডিসেম্বর/আর