ঝিনাইদহে বন্দুকযুদ্ধে নিহত ১
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাদশা শেখ (৫৫) নামে এক সন্ত্রাসী সন্ত্রাসী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২ পুলিশ সদস্য।
হত্যাসহ ৯ মামলার আসামি বাদশা শেখ উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের ডা. হেলাল উদ্দিন শেখের ছেলে।


সোমবার রাত ২টার দিকে উপজেলার হরিণাকুন্ডু জোড়াপুকুরিয়া মাঠের একটি মেহগনি বাগানে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, বন্দুকযুদ্ধের সময় হরিণাকুন্ডু থানার এসআই গোলাম সরোয়ার ও পুলিশ কনস্টেবল সোহেল রানা আহত হয়েছেন।