চট্টগ্রামের লোহাগাড়ায় শীতার্তের মাঝে শীত বস্ত্র বিতরণ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া গ্রামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) শীতার্ত মানুষরা কম্বল পেয়ে খুশি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও তাঁর সুস্থতা কামনা করেন।


শীতবস্ত্র প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়হাতিয়া আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল।
সাধারণ সম্পাদক রিটন বড়ুয়ার সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম (দ )জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা সমশুল ইসলাম, বাহদুর চৌধুরী, রিটন বড়ুয়া, আক্কাসুর রহমান, মাষ্টার মোস্তাক আহমদ, মোজাহের মিয়া, কলিম উদ্দিন, সিরাজ মেম্বার, শিলু বড়ুয়া, হাসিনা আক্তার, লিটন চৌধুরী, আয়ুব আলী, ছাত্রলীগের আওয়াল, হামিদ, মাহমুদ, রাহুল নাথ, জামশেদ প্রমুখ।
উল্লেখ্যে এসময় উপস্থিত গ্রামের মানুষরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীতার্ত মানুষ ও গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তাঁর পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন।
সারাদিন/১৩ ডিসেম্বর/এস