বিএনপির চার নেতার জামিন
হাইকোর্ট বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতাকে আট সপ্তাহের জামিন দিয়েছেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজউদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ বুধবার (১১ ডিসেম্বর) বিএনপি নেতাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন।
জামিনপ্রাপ্তরা হলেন বিএনপির নির্বাহী পরিষদের সদস্য নিপুণ রায় চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া এবং স্বেচ্ছাসেবক দলের ঢাকা জেলার সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক।


তাদের পৃথক দুটি মামলায় জামিন দিয়েছেন আদালত। তাদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার শফিউল আলম মাহমুদ, অ্যাডভোকটে কামরুল ইসলাম সজল।
সারাদিন/১১ডিসেম্বর/টিআর