নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত
প্রতিনয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যাত্রীবাহী লোকাল বাসের চাপায় মা-ছেলে নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার পুরিন্দা শিমূলতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।


জানা যায়, নিহতরা হলেন- নরসিংদীর মাধবদী কান্দাইলের জাহাঙ্গীরের স্ত্রী মানসুরা (৪০) ও তার ছেলে আসিফ (৪)। নিহত দুইজন ওই বাসেরই যাত্রী ছিলেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর জানান, রাতে দু’টি বাস প্রতিযোগিতা করে ওভারটেকিংয়ের চেষ্টা করে এবং একই সময় মানসুরা তার কোলের শিশুকে নিয়ে বাস থেকে নামার জন্য দরজার পাশে দাঁড়ায়। পরে সেখান থেকে পড়ে দিয়ে একই বাসের পেছনের চাপায় পিষ্ট হয়ে তারা মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় বাসটি (ঢাকা মেট্টো ব-১৪-৮৯৭০) জব্দ করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।
সারাদিন/১১ ডিসেম্বর/এস