নারায়ণগঞ্জে ট্রাক থেকে ৪৬ জন আটক
ঢাকার পরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত নারায়ণগঞ্জে। করোনা বিস্তার ঠেকাতে জেলায় লকডাউন চললেও প্রতিদিনই কোন না কোন পরিবহনে জেলা ছাড়ছে মানুষ। এবার ট্রাকে করে নারায়ণগঞ্জ ছেড়ে যাওয়ার সময় ৪৬ জনকে আটক করে ফেরত পাঠিয়েছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার তক্কার মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।


ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার তক্কার মাঠ এলাকা থেকে ৪৬ জন একটি ট্রাকে করে সুনামগঞ্জে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার সময় তাদের আটক করে নারায়ণগঞ্জে যার যার বাড়িতে ফেরত পাঠানো হয়।
সারাদিন/১৯এপ্রিল/এএইচ