সিরিয়াল কিলার জ্যাকুলিন!
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। রোমান্টিক সিনেমার ব্যাপক জনপ্রিয় এই অভিনেত্রীকে দেখা যাবে ‘মিসেস সিরিয়াল কিলার’ সিনেমায়।
স্বামীকে বাঁচাতে গিয়ে তার সিরিয়াল কিলার হয়ে উঠার কাহিনি নিয়েই নির্মাণ করা হয়েছে নেটফ্লিক্স অরিজিনাল চলচ্চিত্র ‘মিসেস সিরিয়াল কিলার’। ফারাহ খানের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শিরিশ কুন্ড।


ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায় ১ মে থেকে নেটফ্লিক্সে চলচ্চিত্রটি প্রকাশ করা হবে।
ওয়েব সিরিজে এই সিনেমার মাধ্যমেই অভিষেক হচ্ছে জ্যাকুলিনের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার ট্রেইলার প্রকাশ করে জ্যাকুলিন লিখেন, ‘দেখুন তো জ্যাকুলিনকে আপনারা চিনতে পারেন কি না।’
তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী; এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে মোহিত রায়নাকে।
সারাদিন/১৮এপ্রিল/এএইচ