ঘরে বসেই লাইভ কনসার্টে বিশ্বখ্যাত তারকারা
করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে সব ধরনের জনসমাগম। তবে তারকারা ঘরে বসে অবসরে নেই তারা করোনা আক্রান্তদের সেবায় ‘দ্য ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’ শিরোনামে লাইভ কনসার্ট করছে।
রোলিং স্টোনসের সব সদস্য ও বিলি আইলিশসহ শতাধিক শিল্পী নিজেদের ঘর থেকে সরাসরি পরিবেশনায় অংশ নেবেন।আট ঘণ্টার এই আয়োজন শনিবার মধ্যরাত থেকে সম্প্রচারিত হবে অনলাইনে।


গ্লোবাল সিটিজেন মুভমেন্ট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আট ঘণ্টার এই বৈশ্বিক আয়োজন করেছে। এতে সহযোগিতা করছেন সুপারস্টার লেডি গাগা।
দুই পর্বে বিভক্ত কনসার্টটি সারা বিশ্বের দর্শকরা উপভোগ করতে পারবেন। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত লাইভ স্ট্রিমিং চলবে। এরপর দুই ঘণ্টা টেলিভিশনে সম্প্রচার করা হবে।
যুক্তরাজ্যে স্থানীয় সময় রোববার সন্ধ্যা সোয়া ৭টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত ( বাংলাদেশ সময় সোমবার রাত সোয়া ১টা থেকে সোয়া ৩টা) বিবিসি ওয়ান কনসার্টের চুম্বক অংশ তুলে ধরবে।
করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলার লড়াইয়ে থাকা নার্স ও ডাক্তারদের বাস্তব জীবনের গল্পও তুলে ধরা হবে ওই অনুষ্ঠানে।
এই কনসার্ট থেকে পাওয়া অর্থ ডব্লিউএইচওর জন্য কোভিড-১৯ সলিডারিটি রেসপন্স ফান্ডে দেওয়া হবে।
সারাদিন/১৮এপ্রিল/এএইচ