পিরোজপুর জেলা লকডাউন
করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় পিরোজপুর জেলাকে লকডাউন বা সম্পূর্ণ অবরুদ্ধ করা হয়েছে। আর তা ঘোষণা করেছে জেলা ম্যাজিস্ট্রেট ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সোয়া ১১টায় এক গণবিজ্ঞপ্তিতে তিনি এ আদেশ জারি করেন।
এতে বলা হয়, এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা কমিটির মিটিংয়ে জেলা সিভিল সার্জনের সুপারিশক্রমে সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর পরিপ্রেক্ষিতে আবু আলী মো. সাজ্জাদ হোসেন লকডাউন ঘোষণা করেন।


পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ পিরোজপুর জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় যেতে পারবে না। জেলার অভ্যন্তরীণ আন্তঃ উপজেলায় যাতায়াতের ক্ষেত্রে এ রূপ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা এর আওতা বহির্ভূত রাখতে বলা হয়েছে।
পিরোজপুরে সোমবার (১৩ এপ্রিল) জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীসাফায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর পর জেলার সদর উপজেলায় দুই জন ও ভান্ডারিয়া উপজেলায় এক জনসহ মোট ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
সারাদিন/১৭এপ্রিল/টিআর