ফ্রান্সে করোনায় একদিনে মৃত্যু ১৪৩৮ জনের
বিশ্বে করোনা আক্রান্তের শীর্ষ চারে থাকা ফ্রান্সে নতুন করে ১ হাজার ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। তবে এটি কেবলমাত্র শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা নয়। এর সঙ্গে ইস্টার উইকেন্ডের ৩ দিনের ছুটিকালে বয়স্কদের নার্সিং হোমগুলোতে মৃতের সংখ্যাও যোগ হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক জেরোম সালোমন বলেন, ফ্রান্সে এখনও করোনার প্রকোপ শীর্ষ পর্যায়ের দিকে আছে। ফলে মানুষজনকে কঠোরভাবে ঘরে থাকার বিধিনিষেধ মানতে হবে।
তবে, আশা কথা এই যে, সর্বশেষ প্রতিবেদনে দেশটিতে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা কিছুটা কমতির দিকে। এতে বোঝা যায়, লকডাউন কাজ করছে।
দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ১৬৭ জনে। মোট শনাক্ত ১ লাখ ৪৭ হাজার ৮৬৩ জন। এদের মাঝে সেরে উঠেছেন ৩০ হাজার ৯৫৫ জন।
সারাদিন/১৬ এপ্রিল/এএইচ