জার্মানিতে ৪ মে খুলে দেয়া হবে স্কুল
জার্মানির সব স্কুল ৪ মে থেকে পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। এছাড়া পর্যায়ক্রমে সব ধরনের বিধিনিষেধ আস্তে আস্তে তুলে নেয়া হবে। ইস্টার সানডের পর বিধিনিষেধে শিথিলতা আনতে সরকারের ওপর চাপ বাড়তে থাকায় এ সিদ্ধান্তের কথা জানান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।
বুধবার (১৫ এপ্রিল) ১৬টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে এমন সিদ্ধান্ত জানান অ্যাঞ্জেলা মার্কেল।


বিবিসি জানায়, ধর্মীয় জমায়েতসহ বড় ধরনের জনসমাগম আগামী ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। বার, ক্যাফে, রেস্টুরেন্ট, সিনেমা ও গানের আয়োজনগুলোও বন্ধ থাকবে।
জার্মানিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এক লাখ ২৭ হাজার ৫৮৪ জন। আর মৃত্যু হয়েছে তিন হাজার ২৫৪ জনের।
সারাদিন/১৬ এপ্রিল/এএইচ