গোপালগঞ্জে ১০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত
গোপালগঞ্জে ১০ পুলিশ সদস্যসহ ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পুলিশের সবাই মুকসুদপুর থানার সদস্য।
গোপালগঞ্জে এ পর্যন্ত ২২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৬৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ১৭ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। বাকিদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।


জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, মুকসুদপুরের ১০ পুলিশ সদস্য, সদর উপজেলায় তিন জন, টুঙ্গিপাড়া উপজেলায় তিন জন এবং কোটালীপাড়া উপজেলায় এক জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ ধরা পড়েছে।
তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত জেলায় তিন নারীর মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।
সারাদিন/১৬ এপ্রিল/এএইচ