ঋণ খেলাপি থেকে বের হতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে’
খেলাপি ঋণের বৃত্ত থেকে বের হতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, উৎপাদনশীল খাতে ব্যাংক ঋণের সুদের হার এক অংকে নামাতে বিশেষ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে। সব সরকারি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে ৭ সদস্যের কমিটি করার দায়িত্ব দেয়া হয়েছে।কমিটিতে একজন ডেপুটি গভর্নর ছাড়াও ব্যাংকের চেয়ারম্যান ও এমডি থাকবেন।
কমিটি শিল্পখাতে ঋণের সুদহার এক অংকে নামানোর কৌশল সুপারিশ করবে। পরবর্তীতে এক মাসের মধ্যে তা বাস্তবায়ন করা হবে।


সরকার খেলাপি ঋণের বেড়াজাল থেকে বের হতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। পরিকল্পনা বাস্তবায়ন হলে আগামী ১০ বছরের মধ্যে ব্যালেন্স শিট পরিষ্কার হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সারাদিন/১ডিসেম্বর/আর